কলকাতা: লিখিত পরীক্ষা শেষের ৮২ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল৷ এবার মাধ্যমিকে পাশের হার ৮১.৮১শতাংশ৷ গতবারের চেয়ে পাশের হার বেড়েছে .৭৫ শতাংশ৷ আবারও মাধ্যমিকের ফলে জেলার জয়জয়কার৷ পাশের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে, ৯২.৯০ শতাংশ৷ পাশের হারে দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা৷ সাফল্যের নিরিখে তৃতীয় স্থানে কলকাতা৷ পাশের হার ৮৬.৮৪ শতাংশ৷ ৬৮২ নম্বর পেয়ে যুগ্ম প্রথম হয়েছেন বর্ধমানের বারুলিয়া কে কে হাইস্কুলের সৌরাশিস বিশ্বাস ও হুগলির দিঘিবাগান কে বি রায় হাইস্কুলের রূপায়ণ কুণ্ডু৷  ৬৮২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে বীরভূমের কালীঘাট স্মৃতি নারী শিক্ষায়তনের অনিষা মণ্ডল৷ তৃতীয় হয়েছেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের দীপমাল্য বড়াই৷ তাঁর প্রাপ্ত নম্বর ৬৭৯৷ এবার প্রথম ২০ জনের মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদ৷ মাধ্যমিকে এবার মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ২৭ হাজার ৯৩৮ জন৷

এবার মাধ্যমিকে প্রথম কুড়ি জনের মেধা তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিল পর্ষদ৷ কিন্তু একই নম্বরে একাধিক ছাত্র থাকায় প্রথম ২৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে৷ উল্লেখযোগ্যভাবে মেধা তালিকায় কলকাতার কারও নাম নেই৷ ৬৮২ নম্বর পেয়ে যুগ্ম প্রথম হয়েছেন বর্ধমানের সৌরাশিস বিশ্বাস ও হুগলির রূপায়ণ কুণ্ডু৷ ৬৮২ নম্বর পেয়ে দ্বিতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম বীরভূমের অনিষা মণ্ডল৷ এবার একনজরে দেখে নেব এবারের মাধ্যমিকের মেধা তালিকা৷ 
প্রথম -- সৌরাশিস বিশ্বাস, বাড়ুলিয়া কেকে হাইস্কুল, 
বর্ধমান, ৬৮২
প্রথম -- রূপায়ণ কুণ্ডু, দিঘিবাগান কেবি রায় হাইস্কুল, হুগলি, ৬৮২
দ্বিতীয় -- অনিষা মণ্ডল, কালীগোতি স্মৃতি নারীশিক্ষায়তন, বীরভূম, ৬৮১
তৃতীয় -- দীপমাল্য বড়াই, শিলিগুড়ি বয়েজ হাইস্কুল, দার্জিলিং, ৬৭৯
চতুর্থ -- অনিক দাস, বজবজ প্রাণকৃষ্ণ হাইস্কুল, দঃ ২৪ পরগনা, ৬৭৭
চতুর্থ -- বিল্বশিব বসু মল্লিক, বেলঘরিয়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, উঃ ২৪ পরগনা, ৬৭৭
পঞ্চম -- সুদীপ ঘোষ, চাকদা পূর্বাচল বিদ্যাপীঠ, নদিয়া, ৬৭৬
পঞ্চম -- সৌভিক জানা, বরবেড়িয়া হাজরা বিদ্যাপীঠ, পূর্ব মেদিনীপুর, ৬৭৬
ষষ্ঠ -- শাশ্বত চট্টোপাধ্যায়, বেনিমাধব হাইস্কুল, হুগলি, ৬৭৫
ষষ্ঠ -- অয়ন কর্মকার, ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠ, বাঁকুড়া, ৬৭৫
ষষ্ঠ -- অহিনা নন্দী, সুনীতিবালা গার্লস হাইস্কুল, জলপাইগুড়ি, ৬৭৫
ষষ্ঠ -- আমিনুল এহসান, বংশীহারি হাইস্কুল, দঃ দিনাজপুর, ৬৭৫
সপ্তম -- পবিত্র প্রামাণিক, নরেন্দ্রপুর আরকে মিশন বিদ্যালয়, পূর্ব মেদিনীপুর, ৬৭৪
সপ্তম -- অভিক হালদার, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া, ৬৭৪
সপ্তম -- ঐশ্বর্য রায়, পুরুলিয়া গভর্নমেন্ট হাইস্কুল, ৬৭৪
সপ্তম -- সৌভিক জানা, শসপুর ডি এন ইনস্টিটিউশন, ৬৭৪
সপ্তম -- অমিতকুমার কুণ্ডু, গাজোল হাজি নাকু মহম্মদ হাইস্কুল, মালদা, ৬৭৪
অষ্টম -- পার্থপ্রতিম সরকার, কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশন, নদীয়া, ৬৭৩
অষ্টম -- অভীক বাতলা, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাইস্কুল, পূর্ব মেদিনীপুর, ৬৭৩
অষ্টম -- ঋত্ত্বিকা জানা, বাগমারি নারীকল্যাণ শিক্ষা সদন, পূর্ব মেদিনীপুর, ৬৭৩
অষ্টম -- তুফান মণ্ডল, বাঁকুড়া জেলা স্কুল, ৬৭৩
অষ্টম -- সুনন্দা মুখোপাধ্যায়, রামপুরহাট গার্লস হাইস্কুল, বীরভূম, ৬৭৩
অষ্টম -- শোভনা বাগলি, অণ্ডাল গার্লস হাইস্কুল, বর্ধমান, ৬৭৩
অষ্টম -- অর্ণব সিংহ, রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, উঃ দিনাজপুর, ৬৭৩

http://www.abpananda.newsbullet.in/state/34-more/37094-2013-05-27-06-01-42